এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
জনগণের দোরগোড়ায় সেবা।
অনলাইনে পাসপোর্ট
করতে আপনাকে যা করতে হবে-
পাসপোর্ট ফরম পূরণ
প্রথম ধাপ
* অনলাইনে পাসপোর্টের ফরম পূরণ করার
জন্য প্রথমে যেতে হবে http://www.dip.gov.bd এই
ঠিকানায়।
* হোম পেইজের ডান পাশে Service
বক্সে Apply online for mrp এই অংশে ক্লিক
করার পর পাসপোর্ট-সংক্রান্ত
প্রয়োজনীয় দিকনির্দেশনা আসবে।
Continue to online enrollment ট্যাবে ক্লিক
করলে অনলাইন অ্যাপ্লিকেশন
ফরমটি আসবে। এই ফরমে যেসব তথ্য
চাওয়া হয়েছে সেসব তথ্য দিতে হবে।
তবে ফরমের ঠিক ওপরের অংশ Delivery
Type-এর নিচে Supporting Document
নামে যে আলাদা একটি বক্স রয়েছে।
সাধারণ নাগরিক সেটি পূরণ করবে না।
সরকারি কর্মকর্তা, আধাসরকারি,
স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার
স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত
সরকারি চাকরিজীবীদের এটি পূরণ
করতে হয়।
* Passport Type অংশে সাধারণ
নাগরিকদের জন্য ordinary সিলেক্ট
করতে হবে।
* Delivery Type অংশে ৩০ দিনের জন্য
হলে Regular এবং ১৫ দিনের জন্য
হলে Express সিলেক্ট করতে হবে।
দ্বিতীয় ধাপ
* একই ঠিকানায় আর একটি নতুন ফরম
আসবে। এ ফরমটি পূরণ
করতে হলে আগে থেকেই নির্ধারিত
ব্যাংকে পাসপোর্টের জন্য
ফি হিসাবে টাকা জমা দিয়ে রসিদ
সংগ্রহ করতে হবে। সেই রশিদ নম্বর
দিয়ে এ ফরম পূরণ করতে হয়।
* আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রিন্ট
নিয়ে সংশ্লিষ্ট পাসপোর্ট
অফিসে জমা দিতে হবে।
* আবেদনপত্রটি ভেরিফিকেশন
করে দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্র
যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন।
* পাসপোর্ট অফিসেই খোলা আছে বেশ
কয়েকটি বুথ। এসব বুথেই জমা দিতে হবে।
* আবেদনপত্রটি জমা দেওয়ার সময়
পাসপোর্ট অফিসের দায়িত্বরত
ব্যক্তি আপনার
তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে রাখবেন।
* এরপর তিনি আপনাকে একটি টোকেন
দেবেন।
* টোকেনসহ
আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য
নির্ধারিত কর্মকর্তার কাছে যেতে হবে।
* জাতীয় পরিচয়পত্রের জন্য
যেভাবে ছবি তোলা হয়েছিল, এখানেও
একইভাবে নির্দিষ্ট মাপের
ছবি তোলা হবে।
* ইলেকট্রনিক মেশিনে দুই হাতের
আঙুলের ছাপ দিতে হবে।
* এরপর নেওয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর।
* এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ
আবেদনপত্রটি রেখে দিয়ে পাসপোর্ট
সংগ্রহের জন্য
আপনাকে একটি আলাদা ডকুমেন্ট দেবে।
পাসপোর্ট সংগ্রহ করার তারিখও
জানিয়ে দেবেন।
* আবেদন ফরম জমা দেওয়ার সময়
আবেদনকারীকে অবশ্যই উপস্থিত
থাকতে হবে। সংগ্রহ করার সময়
নিজে না থাকলেও চলবে।
* সাদা কাপড় পরে ছবি তোলা যাবে না।
অনলাইনে পাসপোর্ট চেকিং
নির্ধারিত
ডেলিভারি তারিখে পাসপোর্ট
ডেলিভারি নিতে পারবেন
কি না তা অনলাইনে জানতে পারবেন।
বিস্তারিত : http://www.immi.gov.bd/
passportverify.php

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s