দ্য রিপোর্ট ডেস্ক :
এপ্রিলের ১
তারিখে বিনামূল্যের মেইল
সেবাদানকারী জিমেইলের বয়স
হলো দশ। বিশ্ব জুড়ে এর
সেবাগ্রহণকারীর পরিমাণ
দাড়িয়েছে প্রায় ৪২৫ মিলিয়ন। এ
সংখ্যার বিচারে জিমেইলের অর্জন
অনেক বড়। এর সঙ্গে আরও কিছু
সংখ্যার তুলনা করা যাক।
প্রযুক্তিভিত্তিক সাইট ম্যাশেবল
জানাচ্ছে সংখ্যা বিচারে অন্যদের
বামনই বলা যায়। তেমন কিছু উদাহরণ-
১. সরকারি আদমশুমারি মতে,
যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩১৮
মিলিয়নের কাছাকাছি।
২. সম্প্রতি ফ্লিটার্ড পিকচার ও
ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম
২০০ মিলিয়ন গ্রাহক সংখ্যা অতিক্রম
করল।
৩. জানুয়ারি ২০১৪ এর হিসাব
মতে ইয়াহু দ্বিতীয় বৃহত্তম ইমেইল
সেবাদানকারী প্রতিষ্ঠান।
বিশ্বজুড়ে ইয়াহু ব্যবহারকারী ২৭৩
মিলিয়ন।
৪. টুইটারের চেয়ে ইনস্টাগ্রামের
ব্যবহারকারী বাড়ছে। তবে এখনও মোট
ব্যবহারকারী হিসাবে ছাড়িয়ে যায়ন
সাম্প্রতিক সময়ে টুইটারের গ্রাহক
বেড়ে দাড়িয়েছে ২৪১ মিলিয়ন।
৫. স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স
বেশ আলোড়ন তুললেও এখনও পর্যন্ত এর
অর্জন কিন্তু বেশি না। ২০১৩ সালের
শেষে দিকে এর সদস্য সংখ্যা দাড়ায়
৪৪ মিলিয়ন।
৬. ২০১৩ সালে অ্যাপেলের ভক্তরা ১৫০
মিলিয়ন আইফোন, ৭১ মিলিয়ন
আইপ্যাড ও ১৬ মিলিয়ন ম্যাক কিনে।
৭. পপ আইকন বিয়েন্স এখন
ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন।
এ ডিভার সর্বশেষ ব্লকবাস্টার
অ্যালবামটি ২০১৪ সালের শুরুতে ১.৫
মিলিয়ন কপি বিক্রি হয়।
৮. আমেরিকান পেট প্রোডাক্টস
অ্যাসোসিয়েশনের এক
জরিপে দেখা যায় দেশটিতে ৯৫.৬
মিলিয়ন গৃহপালিত বিড়াল ও ৮৩.৩
মিলিয়ন গৃহপালিত কুকুর রয়েছে।
৯. ২০১২ সালে যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট নির্বাচনে ১৩৩ মিলিয়ন
ভোটার ভোট দেওয়া থেকে বিরত
Www.facebook.com/v.shaghata
ছিল।
১০. জিমেইল তার মূল প্রতিষ্ঠান গুগল
থেকেও বড়। তবে এর জন্য গুগলের
কর্মচারী সংখ্যা গুণতে হবে।
গুগলে ৩০ হাজার ব্যক্তি কর্মরত
রয়েছেন।